স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ফকির ভিটা গ্রাম থেকে ওই শাবকটি উদ্ধার করা হয়।
মেছো বাঘের বৈজ্ঞানিক নাম Prionailurus viverrinus। মাঝারি আকারের বিড়ালগোত্রীয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্তন্যপায়ী বন্যপ্রাণী।
ওই গ্রামের নয়ন মনি মোল্যা জানান, আজ দুপুরে বাড়ীর পাশের রাস্তার উপর মেছো বাঘের শাবকটিতে দেখতে পাই। পরে সেটি উদ্ধার করে বাসায় নিয়ে আছি। আশাপাশের জঙ্গল থেকে মেছো বাঘের শাবকটি এখানে চলে আসতে পারে। পরে মেছো বাঘের শাবকটিকে মেহেদী হাসান ছোটনের হেফাজতে রাখা হয়েছে।
এব্যাপারে মেহেদী হাসান ছোটন বলেন, মেছো বাঘের শাবকটিকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যে কাশিয়ানী বন বিভাগকে থবর দেয় হয়েছে। তারা আসলে তাদের কাছে শাবকটিকে বনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হবে।
গোপালগঞ্জ বন সংরক্ষক কর্মকর্তা বিবেকান্দ মল্লিক বলেন, নির্বিচারে বন-জঙ্গল কাটার ফলে এসব প্রাণীর বাসস্থান ছোট হয়ে আসছে। সেই সাথে খাবার সংকট দেখা দেয়ায় তারা লোকালয়ে চলে এসেছে। এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। শাবকটিকে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হবে।