• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনার দাবীতে ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনার দাবীতে ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনার দাবীতে ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারন শিক্ষার্থীরা। সদর উপজেলা ও সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচী পালন করে।

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বকুলতলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজুল করিম রিয়াজ, কাজী সাকিব, সাদমান সাকিব শুভ, পৌর ছাত্রলীগের সদস্য হিমেল আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সদস্য কাজী বাপ্পী, সাগর আহম্মেদ সোহান বক্তব্য রাখেন।

এসময় শেখ হাসিনাকে দেশ ত্যাগে বধ্য করার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। #