ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোগি করে তুলতে বরিশালের গৌরনদীতে বিদ্যালয়ের শ্রেনিকক্ষে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার স্কুলের নোটিশ বোর্ড ও শ্রেনীকক্ষে বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান জানান, রোববার বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীদের জন্য শ্রেনিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব ওঠে। এই প্রস্তাবে উপস্থিত সকল অভিভাবক সম্মতি প্রদান করেন। এরপরই প্রস্তাবটি গৃহিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, দাতা সদস্য কাজী হুমায়ুন কবির বিএনপি নেতা সরদার আব্দুস ছালাম প্রমূখ।