• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাল্ট প্রাইজ বশেমুরবিপ্রবির নতুন ক্যাম্পাস ডিরেক্টর তাহির, এসিস্ট্যান্ট ডিরেক্টর তানবির,সাদিয়া

report71
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ণ
হাল্ট প্রাইজ বশেমুরবিপ্রবির নতুন ক্যাম্পাস ডিরেক্টর তাহির, এসিস্ট্যান্ট ডিরেক্টর তানবির,সাদিয়া

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) চতুর্থ বারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‌‌হাল্ট প্রাইজ। প্রতিযোগিতার বশেমুরবিপ্রবি ক্যাম্পাস রাউন্ডের (সেশন ২০২৪-২৫) ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহির তাজওয়ার চৌধুরী।
এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের মেহেরাজ হোসেন তানবির  এবং লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের সাদিয়া হক ইনিকা।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) সাবেক ডিরেক্টর শেখ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

নবনির্বাচিত ডিরেক্টর তাহির তাজওয়ার চৌধুরী বলেন,” চতুর্থবারের মত খুব শীঘ্রই বশেমুরবিপ্রবিতে পর্দা নামছে Hult Prize On Campus Competition Season 2024-2025. হাল্ট প্রাইজ একটি বিজনেস আইডিয়া কম্পিটিশন কিন্তু এটির কারণে এমন ভাবার দরকার নেই যে শুধুমাত্র BBA Faculty এরমধ্যে এই কম্পিটিশন সীমাবদ্ধ।  গতবারের মত এবারের চ্যালেঞ্জ Unlimited। তাই আপনি যেকোনো রকম বিজনেস আইডিয়া পিচ করতে পারবেন, যেটি অবশ্যই যেকোনো SDG গোল এরসাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই সকল বিভাগের যেকোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে।
আমরা খুব শীঘ্রই আমাদের নতুন অর্গানাইজিং টিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এবারের আমাদের মূল লক্ষ্য হল বশেমুরবিপ্রবিতে সকলের মধ্যে একটি সামাজিক উদ্যোক্তা হওয়ার চিন্তাধারা তৈরী ও আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা তৈরী করা। ”

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা যা প্রতিবছর বিশ্বের ১০০ এর অধিক দেশে আয়োজিত হয়ে থাকে। প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এর মাধ্যমে জাতিসংঘ চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হয়।