নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মজিবর রহমানকে সভাপতি, আব্দুল মজিদ খানকে সাধারণ সম্পাদক ও মো. কামাল উদ্দীন হাওলাদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সম্প্রতি মসজিদের মুসল্লিদের বৈঠকে সবসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন আব্দুস সত্তার হাওলাদার, মো. হানিফ হাওলাদার, মুনছুর আলী হাওলাদার, মো. বাবুল শরীফ, কামাল হাওলাদার, মো. জাহিদ হোসেন, সহিদুল ইসলাম, মো. মোশাররফ হোসেন ও মো. মকবুল হোসেন গাজী। মসজিদ পরিচালনা কমিটিতে আরো রয়েছেন সিনিয়র সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তালুকদার, সহসভাপতি কে এম আসলাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাসুদ গাজী, সহকোষাধ্যক্ষ মো. শহিদুল হক তালুকদার। পুরাতন কমিটি ভেঙে দেওয়ায় এলাকার মুসল্লিরা খুশ। তাঁরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।