• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা’র সন্তান মুনিয়া হত্যার বিচারের দাবিতে কুমিল্লা’য় মানববন্ধন

report71
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা’র সন্তান মুনিয়া হত্যার বিচারের দাবিতে কুমিল্লা’য় মানববন্ধন

আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভির কর্তৃক বীরমুক্তিযোদ্ধা’র সন্তান, মেধাবী শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারণ ছাত্র জনতা।

কুমিল্লা মহানগরস্থ টাউন হল গেইটের প্রধান ফটকে শনিবার সকাল ১১ টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কুমিল্লা  মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ছাত্র জনতা ছাড়াও কুমিল্লা’র  বীরমুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। মুনিয়া হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারিও দেন তারা। বীরমুক্তিযোদ্ধা’র সন্তান কমান্ডের অন্যতম সদস্য নিহত মুনিয়ার বড় বোন  নুসরাত জাহান তানিয়ার  সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা’য় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আবুল বাশার, বীরমুক্তিযোদ্ধা’র সন্তান এডভোকেট  মানিক, সাবেক ছাত্র নেতা কবিরুল ইসলাম শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ,কুমিল্লা রিপোর্টাস ইউনিটি’র সাবেক সভাপতি ওমর ফারুকী তাপসসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ।