• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবির দুই হলের প্রভোস্ট পদে নতুন মুখ

report71
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ণ
যবিপ্রবির দুই হলের প্রভোস্ট পদে নতুন মুখ

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের নতুন প্রভোস্ট হয়েছেন কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছাঃ আফরোজা খাতুন এবং মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হলের নতুন প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাঃ আফরোজা খাতুন-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ‘বীর প্রতীক তারামন বিবি হল’ এর ‘প্রভোস্ট’ এর চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

পৃথক আরেকটি অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের ‘মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হল’ এর “প্রভোস্ট” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।