জাহিদুল ইসলাম জাহিদ
কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী ০৪ আসনের ৩ বারের সাংসদ আলহাজ্ব মো. মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
দীর্ঘ দিন ধরেই নিউমোনিয়া,হার্টের অসুখ ও ডায়াবেটিকে আক্রান্ত হওয়ায় তাকে মাসখানেক আগে ঢাকার বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন আগে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয় সেখানে আজ তার মৃত্যু হয়। তার মৃত্যু নিশ্চিত করেছে তার ছোট কন্যা মোসা. ফারিহা মাহবুব।
পরিবারের তথ্যমতে, আজ ঢাকা থেকে মরদেহ নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হবে। কাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়- স্বজন,সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সাবেক এ প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক নেমে এসেছে কলাপাড়ার রাজনৈতিক অঙ্গনে।
উল্লেখ্য এ পানি সম্পদ প্রতিমন্ত্রী পটুয়াখালী ০৪ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিন বারের সাংসদ ছিলেন।