• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় চলাচলের পথ উন্মুক্ত করা হলো সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার রায়ে

report71
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:১০ পূর্বাহ্ণ
গলাচিপায় চলাচলের পথ উন্মুক্ত করা হলো সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার রায়ে

তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় চলাচলের পথ উন্মুক্ত করা হলো সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার রায়ের বদৌলতে। বিগত দুই বছর যাবত বিভিন্ন দারে দারে ঘুরে চলার পথের কোন ব্যবস্থা না হওয়ায় নিরাস হয়ে গত ১৭ আগস্ট, ২০২৪ ইং তারিখে মোঃ নিজাম উদ্দিন হাওলাদারের স্ত্রী মোসাঃ রাশিদা বেগম বাদি হয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর সুষ্ঠু বিচার পাওয়া প্রসঙ্গে অভিযোগ করেন। আবেদনের প্রেক্ষিতে দুই পক্ষের উপস্থিতিতে বেড়া, টয়লেটসহ মাঝের সারির গাছ উঠিয়ে চলার পথ উন্মুক্ত করার আদেশ প্রদান করেছেন। ১০ সেপ্টেম্বর, ২০২৪ মঙ্গলবার ১২টার দিকে সহকারী কমিশনার ভূমির নির্দেশে চতুর্থ শ্রেণির কর্মচারী মেহেদী ও মিলন ০৫ নং ওয়ার্ড, ০৩ নং গলাচিপা সদর ইউনিয়ন, গলাচিপা, পটুয়াখালী সরেজমিনে উপস্থিত হয়ে বেড়া ও টয়লেট সরিয়ে চলার পথ মুক্ত করা হয় এবং বিবাদী মোঃ মোসলেম হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মাঝের সারির গাছ উঠানোর জন্য সময় দেওয়া হলেও তিনি সে গাছগুলো না উঠিয়ে ১২ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখ মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গলাচিপা বরাবর সি, আর নং ৬৭১/২০২৪ গাছ উত্তোলনের মামলা করেন। ২২ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখ রবিবার বেলা ১১টার দিকে সহকারী কমিশনার ভূমির নির্দেশে চতুর্থ শ্রেণির কর্মচারী মেহেদী ও ইব্রাহিমের উপস্থিতিতে মাঝের সারির গাছগুলো উঠিয়ে বিবাদীদের দেখিয়ে দেওয়া জায়গায় রোপন করা হয়। এছাড়া বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা মাহিনুর বেগমকে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার রায় মেনে গাছগুলো উঠানোর সময় ঝামেলা না করার নির্দেশ দেন।