হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:; ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ হল রুমে মানব পাচার, বাল্য বিয়ে রোধ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর ২০২৪ইং আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান লাকী। ইউপি সচিব মুহিবুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ গ্রহন করেন ইউপি সদস্য জিয়াউল হক, জিল্লুর রহমান, এবং কমিটির সদস্য শাহনুর রহমান, রুহেল মিয়া, বিউটি দেব, দেওয়ান মুহিব, শিপা বেগম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। সভায় মূল তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহকারী কডিনেটর মোহাম্মদ ইউনুছ আলী প্রমুখ।