• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জোবায়েদ -মিম

report71
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
বশেমুরবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জোবায়েদ -মিম

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: 
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটির বশেমুরবিপ্রবি শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে জুবায়েদ মোস্তফা ও সানজিদা আরমিন মিম নির্বাচিত হন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রোহিনা আক্তার হেনা, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন চকদার, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সামিরা, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতি খাতুন, দপ্তর সম্পাদক মো. রাসেল হোসেন, অর্থ সম্পাদক পূর্ণিমা সরকার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক জয় পাল অর্ঘ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিষ্টি সূত্রধর, প্রচার সম্পাদক রমজান মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাধবী রাণী পাল, সম্পাদকীয় পর্ষদ সদস্য এস এম জসিম, কার্যনির্বাহী সদস্য বিপ্লব হোসেন ছিপু ও সানজিদা তাসনিম স্নিহা।

তরুণ কলাম লেখক ফোরামের বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সানজিদা আরমিন মিম বলেন, ‘গতকাল কমিটি ঘোষণা এবং শপথবাক্য পাঠ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা ২৪-২৫ কার্যবর্ষের জন্য দায়িত্ব পালন শুরু করেছি। আমাদের এবারের কমিটি অন্য সকল কার্যবর্ষের চেয়ে গোছালো। শাখা সভাপতি জুবায়েদ মোস্তফা ভাই ভীষণ রকম দায়িত্বশীল একজন মানুষ। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদের গুরুদায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। আমাদের নেতৃত্বে কমিটি মেম্বার এবং সকল শাখা সদস্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার আমরা অনেক ভালো কিছু অর্জন বয়ে আনতে পারবো বলেই আমি বিশ্বাস করি।’

সংগঠনটির বশেমুরবিপ্রবি শাখার সভাপতি জুবায়েদ মোস্তফা বলেন,‘নেতৃত্ব জিনিসটা আমি দারুণভাবে উপভোগ করি। আমার উপর অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে সামলে সাহসী পদার্পনে এগিয়ে যাব বলে দৃঢ়বিশ্বাসী। এ বছর শুরুটা একদম দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটা ইচ্ছের পরিপূর্ণরূপ দিতে পেরেছি, আর এই ধারা বহমান থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। দীর্ঘ তিন বছর ধরে বুনা নেতৃত্বের বীজ, কিঞ্চিৎ কিঞ্চিত করে অর্জিত অভিজ্ঞতার ঝাঁঝালো সংমিশ্রণে ভালো কিছু দিতে পারব বলে বিশ্বাসী। চিন্তা চেতনা মনন মগজ জুড়ে শুধু একটা জিনিস ধারণ করা, বশেমুরবিপ্রবি শাখাকে বর্ষসেরা শাখার মর্যাদা এনে দেওয়া। আমি থেকে বের হয়ে আমরা হয়ে কাজ করলে এটা কখনোই অসম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছুর  জন্য অধীর অপেক্ষায়।’

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।