• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


গোপালগঞ্জে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর), সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মারাত্মক আহত আজিজুল মোল্যা (৩০), জহুরুল মোল্যা (১৭), বিনু বেগম (৫০), জুবা মোল্যা (২৪) ও রেজান মোল্যাকে (১৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতর স্বজনরা জানান, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এসময় জহুরুল মোল্যা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দঁড়িতে বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের এক নারীসহ অন্তত ১০ জন আহত হন। মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিতসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #