স্টাফ রিপোর্টার:
আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো বামনা সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বামনা সরকারি কলেজের আয়োজনে ও কলেজ ছাত্রদলের সহযোগিতায় বরগুনার বামনা সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণের আয়োজন করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।
বামনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ রানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এনায়েত কবির হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো সুজন, সদস্য সচিব মো হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাসির জোমাদ্দার, সদস্য সচিব সজিব হোসেন মুন্না প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বামনা সরকারি কলেজ ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।