স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নিতেশ রানে সমর্থন করে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন ও স্মারকলিপি পেশ করেছে গোপালগঞ্জ উলামা পরিষদ।
আজ রোববার দুপুরের জেলা শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা উলামা পরিষদ, গোপালগঞ্জের ব্যানারে অংশ নেন। এসময় রামগিরি ও নিতেশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধন শেষে গোপালগঞ্জ উলামা পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধন চলাকালে মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসন ও সাধারন সম্পাদক মুফতি শুয়াইব ইব্রহিম, উলামা পরিষদের মুফতি হাফিজুর রহমান, মুফতি মুরতাজা হাসান, মাওলানা নাসির আহমাদ, মাওলানা আব্দুল্লাহসহ অনেকে বক্তব্য রাখেন।
সাম্প্রদায়িক উস্কানিমূরক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ইসলাম, ইসলামের নবী ও পবিত্র ধর্মগ্রস্থ আল-কুরান ইত্যাদি বিষয় নিয়ে অবমাননা ও কুটুক্তি করা ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ঔদ্ধত্যপূর্ণ অভ্যাসে পরিণত হয়েছে। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের অব্যহত নিয্যাতন আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। যা ৯০ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট করছে। সম্প্রদায়ক সম্প্রতির বাংলাদেশ এই ধারাবাহিকতার সমাপ্তি চায়।
বক্তরা আলো বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নিতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভারত সরকারকে কুটনৈতিক চাপ প্রদানের আহবান জানান। #