সোহাগ হাওলাদার, বরগুনা:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শত শত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের শুরু থেকে নিম্নমানের মালামাল দিয়ে নন-স্ট্যান্ডার্ড লাইন ও সাবস্টেশন তথা বিতরণ ব্যবস্থা নির্মাণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে আরইবির সরাসরি কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা না থাকায় সীমাহীন দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ করে আসছে। এই নন-স্ট্যান্ডার্ড বিতরণ ব্যবস্থা ও নিম্নমানের মালামালের কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের ফলে জনসাধারণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রাপ্তির মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বিদ্যুৎ কর্মীদের কষ্ট, দুর্দশা ও মৃত্যুঝুঁকি বৃদ্ধি এবং রাষ্ট্রীয় উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে।
২০০৯ সালে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের গ্রাহক সংখ্যা ছিল মাত্র ৭০ লক্ষ, যা বর্তমানে ৩ কোটি ৬০ লক্ষ হয়েছে। প্রায় ০৫ গুণ গ্রাহক বৃদ্ধিতে বিতরণ লাইন ও ইকুইপমেন্টের পরিমাণও সমহারে বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে শহরের পাশাপাশি দেশের গ্রামীণ জনপদেও বিদ্যুতের উপর নির্ভরশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পয়েছে। কিন্তু সে অনুপাতে জনবলের সংখ্যা বৃদ্ধি না করায় কর্মরত কর্মচারীগণ ১২-১৬ ঘন্টা কাজ করার পরও গ্রাহক পর্যায়ে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন এবং অতিরিক্ত কাজের চাপে দুর্ঘটনায় বিদ্যুৎ কর্মী নিহতের হার বেড়েছে।
তারা গ্রাহক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, টেকসই বিদ্যুৎ
বিতরণ ব্যবস্থা বিনির্মাণে বৈষম্য দূরীকরণ, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি জানান। এবং গ্রাহক পর্যায়ে বিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়ণের
লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন।
এসময় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি আমতলী জোনাল অফিসের ডিজিএম সঞ্জয় রায় বরগুনা জোনাল অফিসের আরব আলী শেখ পাথরকাটা জোনাল অফিসের বিজিএম মোঃ আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের বিলিং সহকারী মৌসুমী বেগম প্রমুখ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বরাবরে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।