।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
২০১৮ সালের ১৫ই ডিসেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর,দখল ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথকে ১নং আসামী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুকে ২ নং আসামি করে মোট ৬৮ জনের নামে মামলা করা হয়। এছাড়াও উক্ত মামলায় আরো ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: এমাদুল করিম মুঠোফোনে জানান ,বিএনপির নেতা আসাদুজ্জামান মুক্তা বাদী হয়ে সাবেক এমপি পংকজ নাথ সহ ৬৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।