• ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বৃত্তি পেলেন ২৫ শিক্ষার্থী

report71
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ১৩:০২ অপরাহ্ণ
খুবিতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বৃত্তি পেলেন ২৫ শিক্ষার্থী

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা অর্থ ও দিকনির্দেশনার অভাবে সঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারে না। অনেক সময় অর্থকষ্টে পড়াশোনা বাদ দিয়ে তাদের উপার্জনে নামতে হয়। উচ্চ শিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের একটু সহযোগিতা পেলে হয়ত তাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, বিভিন্ন উন্নয়ন ও সেবাধর্মী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত।

আজ ৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বনফুল’ আয়োজিত উচ্চ শিক্ষার জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর অনুপাত সমান। ফলে এখানে ছাত্রীদের জন্য পর্যাপ্ত আবাসন সংকট রয়েছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের হলে সিট দেওয়া সম্ভব হয় না। এতে দূর-দূরান্তের অনেক ছাত্রী ভোগান্তিতে পড়ে। তাদের জন্য মানবিক দিক বিবেচনায় বনফুলের পক্ষ থেকে ছাত্রী হোস্টেল করা সম্ভব হয় কি না বিষয়টি ভেবে দেখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পরে তিনি ‘বনফুল’ এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির দ্বিতীয় ধাপের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন বনফুল এর সভানেত্রী বেগম রেহানা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বনফুল এর নির্বাহী পরিচালক আফরোজা ইসলাম। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বনফুল এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকিয়া আখতার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।