মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুস্থ ৮৬৪ জন জেলের মাঝে ভি জি এফ এর চাল বিতরণ করা হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায় পক্ষিয়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-জ্জামান বলেন, প্রকৃতপক্ষে যারা জেলে তাদের সবাইকে যাচাই বাছাই করে চাল বিতরণ করা হবে, যারা কার্ডদারি জেলে সামুদ্রে মাছ ধরে তাদেরই চাল দেওয়া হবে, কার্ডের বাইরে কাউকে যেন চাল না দেওয়া হয় এ কারণে দায়িত্ব রত ব্যক্তিদের কে কঠোর হুশিয়ারী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, পক্ষিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে যাচাই বাছাই করে যারা প্রকৃত জেলে ও চাল পাওয়ার যোগ্য তাদেরকে চাল দেওয়া হচ্ছে।
এ সময় তিনি বলেন,পক্ষিয়া ইউনিয়নের মোট নিবন্ধিত জেলে ২ হাজার ৯০০ জন কিন্তু বরাদ্দ এসেছে ৮৬৪ জনের’পর্যায়ক্রমে বরাদ্দ আসলে সকলের মাঝে চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।
এ সময় চাল নিতে আসা জেলেদের উপচে পড়া ভিড় দেখা গেছে।