• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


ছাতকে ভারতীয় অবৈধ ৩ হাজার কেজি চিনিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
ছাতকে ভারতীয় অবৈধ ৩ হাজার কেজি চিনিসহ আটক ৩

জুনাইদ আহমদ:
ছাতক প্রতিনিধি :
ছাতকে ভারতীয় অবৈধ ৩জাজার কেজি চিনিসহ ৩ ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বাশখালা গ্রামস্থ সুরমা ব্রিজের এপ্রোচ সড়কে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জাহাঙ্গীর আলম নেতৃত্বে এসআই (নিঃ)সিকান্দর আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে পিকআপ ভর্তী ৩ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি সহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মাছিমপুর
গ্রামের আলী হোসেন (৩৫), একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং ননীগাঁও গ্রামের মোঃ কামরান হোসেন (২০)। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

সুত্রে জানাযায়, আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া হাসান আটক ও মামলা দায়ের বিষয় নিশ্চিত করে বলেন, চোরাচালান সহ মাধকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।