• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য সচিব হলেন সুলাইমান

report71
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ১৩:৫৪ অপরাহ্ণ
জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য সচিব হলেন সুলাইমান

এম ইসমাইল।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহবায় কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী (মাহাদি হাসান জুয়েল ও উপদেষ্টা মো. খাইরুল ইসলাম, নূর নবি নীরব) ৩ মাসের জন্য ২৪ সদস্যদের এই কমিটির অনুমোদন করেন।

এতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে মো. সুলাইমান। তিনি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব এর ছেলে। সুলাইমান ২০১৭ সালে পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে ভোলা সরকারি কলেজে ভর্তি হন। ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা জিপিএ-5 পেয়ে ভর্তি যুদ্ধ জয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্ট এ ভর্তি হন। 

সুলাইমান ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য সচিব  নির্বাচিত হওয়া তার বন্ধু মহল ও ভোলাবাসি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ।