এম ইসমাইল।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহবায় কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী (মাহাদি হাসান জুয়েল ও উপদেষ্টা মো. খাইরুল ইসলাম, নূর নবি নীরব) ৩ মাসের জন্য ২৪ সদস্যদের এই কমিটির অনুমোদন করেন।
এতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে মো. সুলাইমান। তিনি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব এর ছেলে। সুলাইমান ২০১৭ সালে পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে ভোলা সরকারি কলেজে ভর্তি হন। ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা জিপিএ-5 পেয়ে ভর্তি যুদ্ধ জয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্ট এ ভর্তি হন।
সুলাইমান ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য সচিব নির্বাচিত হওয়া তার বন্ধু মহল ও ভোলাবাসি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ।