জুনাইদ আহমদ ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে ছাতকের আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপির বুড়াইরগাঁও গ্রামের ছবর আলীর ছেলে মখলিছুর রহমান।
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে আওয়ামীলীগের এ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপির বুড়াইরগাঁও গ্রামের ছবর আলীর ছেলে মখলিছুর রহমান।
ছাতক থানার এসআই আব্দুস ছাত্তার ও এসআই কামাল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ঘন্টার মধ্যে তাকে হস্তান্তর করা হয়েছে সুনামগঞ্জ সদর থানায়।তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে। ##