আগৈলঝাড়া প্রতিনিধি \ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, সংগঠন বিরোধী কোন কর্মকান্ড করলে সে যেই হোক তা কোন রকম মেনে নেওয়া হবে না। বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনতা ও মুক্তির স্বাদ পেয়েছে। তাই এই অর্জন বিএনপির নেতাকর্মীদের ধরে রাখতে হবে।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে বর্ধিত সভায় উপজেলা বিএনপি’র আহŸায়ক কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্নার সঞ্চালনায় সকল ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক ও সদস্য সচিবগন বক্তব্য রাখেন। সভায় তৃণমুল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সকল নেতা-কর্মীদের ধৈর্য্যরে সাথে সকল প্রতিকুলতা মোকাবেলা করার আহŸান জানিয়ে ইউনিয়ন বিএনপি’র নেতারা দলের পূর্নাঙ্গ কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন।