স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ এসব কর্মসূচি পালন করে।
“তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি“ এ প্রতিপাদ্যে আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুন্ডু, তন্ময় কর্মকারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, তরুণদের সম্পৃক্ত করে আমাদের টেকসই নগরী গড়ে তুলতে হবে। কারণ ২০৩০ সালের মধ্যে শতকরা ৬০ ভাগ তরুণ হবে যাদের বয়স হবে ১৮ বছরের নিচে। তাই তাদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা তৈরী করতে হবে। #