• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


টোয়েন্টি র‌্যাঙ্কিং সুখবর পেলেন বাংলাদেশের ২ তারকা স্পিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ণ
টোয়েন্টি র‌্যাঙ্কিং সুখবর পেলেন বাংলাদেশের ২ তারকা স্পিনার

রিপোর্টার– এজাজ আল মাহমুদ সুজন

রিপোর্ট–টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। যদিও তারা পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। তবে দুই ম্যাচের পর ব্যক্তিগত নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন দুই টাইগ্রেস স্পিনার। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় নবম স্থানে উঠেছেন রাবেয়া। তিনি চলমান বিশ্বকাপের দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন। তিনি ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা ২৫-এ নেই বাংলাদেশের আর কেউ।

বিশ্বকাপের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া ফাহিমা বড় লাফ দিয়েছেন। তিনি ১৩ ধাপ লাফিয়ে উঠেছেন ৪৫ নম্বরে।

তবে অবনতি হয়েছে বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। উভয়েই দুই ধাপ করে পিছিয়ে নাহিদার অবস্থান ২৭তম ও মারুফা আছেন ৩১ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার তিনি দুইয়ে নেমে যান।