গৌরনদী প্রতিনিধিঃ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই স্লোগানে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন সহ অন্যান্যরা।
সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, জনবল সংকটের কারনে দূর্যোগকালীন সময়ে কার্যক্রম পরিচালণা মারাত্মক ভাবে ব্যাহত হয়। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর পরেও জনবল সংকট সমস্যার সমাধান হচ্ছে না। এতে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আমাদের একটাই চাওয়া জনবল সংকট দুর করে দূর্যোগকালীণ সময়ে স্বাভাবিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হোক।