• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

report71
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ১৪:১১ অপরাহ্ণ
গৌরনদীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

গৌরনদী প্রতিনিধিঃ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই স্লোগানে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেষে উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন সহ অন্যান্যরা।

সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, জনবল সংকটের কারনে দূর্যোগকালীন সময়ে কার্যক্রম পরিচালণা মারাত্মক ভাবে ব্যাহত হয়। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর পরেও জনবল সংকট সমস্যার সমাধান হচ্ছে না। এতে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আমাদের একটাই চাওয়া জনবল সংকট দুর করে দূর্যোগকালীণ সময়ে স্বাভাবিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হোক।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।