মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে দুর্গাপুজো উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর শনিবার রাতে বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম সবুজের আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিন বাজারের কেন্দ্রীয় মন্দিরে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটি অন্যতম মাধ্যম হলো সাংস্কৃতিক অনুষ্ঠান,আজকে সেই অনুষ্ঠানের আয়োজন করেছেন বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম সবুজ,এ সময় তিনি সবুজকে ধন্যবাদ প্রকাশ করে বলেন,আমাদের সবাইকে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার জন্য এগিয়ে আসতে হবে।
যদি কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়,আমরা মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি ,মানুষকে বিএনপিকে ভালোবাসে তা আগামী নির্বাচনে পেপারের মাধ্যমে বুঝিয়ে দিবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ইসরাত জাহান বনি,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন চন্দ্র রক্ষিত,সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস।
উল্লেখ্য যে সাংস্কৃতিক সন্ধ্যায় ঢাকার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মাসুহু রহমান মাটি সহ দেশবরেণ্য বিভিন্ন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।