মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা জেলা প্রশাসক কার্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান।
১৪ অক্টোবর সকালে ভোলা জেলা প্রশাসন ও ভোলা সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি এই মৎস্য অবমুক্তকরণ করেন।
এ সময় তিনি বলেন, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, ভবিষ্যতে এই মৎস্য খাতকে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মাছ চাষে আমাদের উৎসাহ দিতে হবে।
এ উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন,ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সামছুজ্জামান সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।