আব্দুল্লাহ আল মামুন
সমাজের কিছু তরুণ করে শুধু নেশা
কেউ টানে সিগারেট, কেউ টানে গাঁজা
কেউ খায় হিরোইন, কেউ নেয় প্যাথেডিন
যেন এটাই ভবিষ্যৎ, এটাই যেন আশা,
কেউ খায় ছ্যাঁকা খেয়ে, কেউ খায় শখে
এইভাবে তরুণ সমাজ গেল বুঝি বখে।
এই নিয়ে আমাদের কারো নেই হতাশা
অথচ এরাই ভবিষ্যৎ,এরাই দেশের আশা।
তাইতো শিবির করেছে এদের নিয়ে বাসা
এসো ভাই তরুণ সমাজ ঝেড়ে ফেলি হতাশা।
টানবো না সিগারেট, টানবো না গাঁজা
খাব না হিরোইন, নেব না প্যাথেডিন
এটাই হোক শপথ, এটাই হোক আশা
এসো নবীন দলে দলে শিবিরের পতাকা তলে।
এসো কোরআন পড়ি,হাদিস পড়ি
ফুলের মত জীবন গড়ি।।