মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ শিকার করায় ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৩০ জেলেকে আটক করা হয় এর মধ্যে ২৯ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় আটককৃত জেলেদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল,২১১ কেজি ঝাটকা ইলিশ ও ১ টি নৌকা জব্দ করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বুধবার ১৬ অক্টোবর বিকালে আজকের পত্রিকাকে বলেন,গত ১৩ অক্টোবর ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ভোরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৮ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন ও পুলিশ। ৮ জন জেলেকে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট ৩০ হাজার জরিমানা করেন,এ সময় ৮ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে করে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ৮০ কেজি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ১৫ অক্টোবর লালমোহন উপজেলার নাজিরপুর এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট চলাকালে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ৯ জন অসাধু জেলেকা আটক করেন। ৯ জন জেলেকে বিজ্ঞ আদালত ৫০০০ টাকা করে প্রতিজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে আটক ১০ হাজার মিটার কারেন্ট যান পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৬৫ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়। ১৬ অক্টোবর বুধবার লালমোহন উপজেলায় তেতুলিয়া নদীতে অবৈধভাবে রাত্রে ৩.৩০ ঘটিকায় মাছ ধরার অপরাধে ৮ জন অসাধু জেলেকে আটক করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন আটককৃত ৮ জন অসাধু জেলেকে ২৩ হাজার ৫ শ টাকা জরিমানা করেন এবং ১১ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় ১০ কেজি ইলিশ মাছ আটক করা হয় যা এলাকার এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করেন। বুধবার তজুমুদ্দিন উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ ধরার অপরাধে চারজন অসাধু জেলেকে আটক করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন আটককৃত চার জন অসাধু জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেন এবং ৫০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় ৫৬ কেজি ইলিশ মাছ আটক করা হয় যা এলাকার এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় একটি নৌকা জব্দ করা হয়। এদিকে ভোলা সদর উপজেলার তেতুলিয়া নদীর ভেদুরিয়া হাজিরহাট এলাকায় ১৬ অক্টোবর ভোর ৫ টায় অবৈধভাবে মাছ ধরার সময় একজন জেলেকে আটক করা হয়। ভোলা জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমাতুল্লাহ আটককৃত জেলেকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুকে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারাই মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতে আনা হবে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।