হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদানে ওসমানীনগরে সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর ২০২৪ইং ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাঈনুল আহসান। ই পি আই কর্মকর্তা নিউটন ধরের পরিচালনায় আলোচনায় মুল বক্তব্য প্রদান করেন মেডিক্যাল অফিসার ডাঃ নুসরাত জাহান মৌটুসি, ডাঃ অন্যনা জামান মুন। আলোচনায় অংশ গ্রহন করেন স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আপ্তাব আলী, ধর্মীয় নেতা আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, বিশ্বজিৎ চৌধুরী, হাবিবুর রহমান সিদ্দিকী, সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, মাওলানা মাঈন উদ্দিন, আব্দুল মুহাহামিন, বিদ্যৃৎ ভট্রাচার্য্য, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জুবেল আহমদ সেকেল, মলয় চক্রবর্তী, মুহিবুর রহমান, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, কবির আহমদ, কয়েছ মিয়া, আব্দুল মতিন, ফজলু মিয়া প্রমুখ। জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ওসমানীনগরের ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর ৮০৬৭ জন ছাত্রী শিক্ষার্থী এবং ১০-১৪ বছরের ঝড়ে পরা ৪১২ জন কিশোর মোট ৮৪৭৯ জনকে ২৪ অক্টোবর হতে ১০ দিন ব্যাপী ১৭৯টি কেন্ত্রে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ টিকা প্রদান করা হবে। ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাঈনুল আহসান উক্ত টিকা কার্যক্রমের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সভায় জানানো হয়, জরায়ুমুখে ক্যান্সার এর কারনে প্রতিবছর বাংলাদেশে ১ লক্ষ ১১ হাজার নারী আক্রান্ত হন, এবং প্রায় ৫ হাজার নারী মৃত্যু বরন করেন। জরায়ুমুখে ক্যান্সারে নারীর মৃত্যু বিশ্বের মধ্যে ৪র্থ স্থানে বাংলাদেশ।