গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পূর্ব বিরোধের জেরধরে বরিশালের গৌরনদীতে মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সোমবার সকাল এগারটার দিকে উপজেলার উত্তর পালরদী এলাকায় এ ঘটনা ঘটে। আহত হলেন- ওই গ্রামের সালাম বেপারীর মেয়ে সাদিয়া ইসলাম (২৭) ও তার স্ত্রী মাহফুজা বেগম (৬০)।
হাসপাতালে চিকিৎসাধীন সাদিয়া ইসলাম অভিযোগ করে বলেন, স্কুলে পড়াকালীণ সময় থেকে বাড়ির পার্শ্ববর্তী চাচাতো ভাই রায়হান বেপারী আমাকে উত্যক্ত করে আসছে। রায়হানের ভয়ে আমাকে দ্রæত বিয়ে দিতে বাধ্য হয় পরিবার। ওই থেকে তাদের সাথে আমার পরিবারের বিরোধ চলে আসছে। এছাড়াও গত কয়েকদিন যাবত জমির গাছ কাটা নিয়ে রায়হানদের সাথে বিরোধ চলে আসছিলো। সোমবার বেলা এগারটার দিকে আমি বাবার বাড়িতে অবস্থান করছিলাম। এরইমধ্যে রায়হান এবং তার ভাই রাশেদ, আসাদ ও আহাদ বেপারী দেশীয় অ¯্র ও লাঠিসোঠা নিয়ে আমাদের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও হত্যার উদ্দেশ্যে আমাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় আমাকে রক্ষায় মা মাহফুজা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। এবিষয়ে জানতে অভিযুক্তদের নাম্বারে একাধিকবার ফোন করা হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে।