• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আমতলীতে ছাত্রদলের মিছিলে পেট্রোল বোমা বিস্ফোরণ, আহত ৪

report71
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ণ
আমতলীতে ছাত্রদলের মিছিলে পেট্রোল বোমা বিস্ফোরণ, আহত ৪

সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনার আমতলী উপজেলায়  ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের চার নেতা কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলা সড়কের মফিজ তালুকদারের বাসার পূর্ব সাইডে এ ঘটনা ঘটে। 

আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোয়েব ইসলাম হেলাল বলেন আমরা রাষ্ট্রপতির অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রতিবাদে ও তার অপসারণের দাবিতে আমতলী কলেজের সামনে থেকে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, ও কলেজ ছাত্রদল সম্মিলিত হয়ে বিক্ষোভ মিছিল বের করি আল হেলাল মোড়ে সাকিব প্লাজা পর্যন্ত উদ্দেশ্য করে, মিছিল বানচাল করতে, ছাত্রলীগ, যুবলীগ, মাহফুজ তালুকদারের বাসার পূর্ব সাইডে আসা মাত্রই সড়কের পাশ থেকে ৭-৮ জন মুখোশধারী পেট্রল বোমা বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেন ছাত্রদল নেতা সোয়েব ইসলাম হেলাল। পরে ছাত্রদল নেতা কর্মীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এতে ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন, আশ্রাফ, ইমন ও বায়েজিদ আহত হন। এদের মধ্যে বায়েজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগে আটটি পেট্রল বোমা উদ্ধার করেছে, এই ঘটনায় এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ছাত্রদলের সদস্যসচিব ইমরান খান বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সড়কের মাহফুজ তালুকদারের বাসার সামনে আসি। এমন মুহূর্তে ছাত্রলীগের মুখোশধারী ৭-৮ জন মিছিলে পেট্রল বোমা মেরেছে। পরে আমরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।’ 

এই অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন বলেন, হয়রানি ও মিথ্যা মামলা করতে পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতা কর্মীরা ঘটনা ঘটিয়ে দায় চাপাচ্ছেন আমাদের নেতা কর্মীদের উপর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জমান খাঁন বলেন, ‘আহত একজনকে যথাযথভাবে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ঘটনাস্থল থেকে ব্যাগে ভর্তি কয়েকটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’