স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৩৩ মামলার আসামী রনি সিকাদর ওরফে মুতকুরা রনিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে শহরের বিনাপানি স্কুল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রনি সিকাদর ওরফে মুতকুরা রনির গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকার মৃত মাছুদ সিকদারের ছেলে।
ওসি মীর মোঃ সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিনাপানি স্কুল রোড এলাকা অভিযান চালায় পুলিশ। এসময় ওই স্থান থেকে ৩৩ মামলার আসামী রনি সিকাদরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত রনি সিকদার ওরফে মুতকুরা রনির বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও ২টি ডাকাতি, ৩টি চাঁদাবাজি, মারামারি ১০টি এবং ১৬টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। #