গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিশালের গৌরনদী উপজেলা শাখা ও টরকী বন্দর ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে টরকী বন্দর হাইস্কুল মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরমোনাইর পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। বিশেষ বক্তা ছিলেন মুফতী আব্দুল মালেক আনোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগৈলঝাড়া উপজেলা সভাপতি মুহাম্মাদ রাসেল সরদার, পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূইয়া, টরকী বন্দর জামে মসজিদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিয়া সহ অন্যান্যরা। শেষে জুলাই-আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।