• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইইবির ঢাকা সেন্টারের সম্পাদক বরিশালের সন্তান চুন্নু

report71
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ণ
আইইবির ঢাকা সেন্টারের সম্পাদক বরিশালের সন্তান চুন্নু

স্টাফ রিপোর্টার

প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রমনায় আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। প্রায় ২ সহস্রাধিক প্রকৌশলীর উপস্থিতিতে ইনস্টিটিউটের সভাপতি নির্বাচিত হন এ্যাব সভাপতি প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু, সাধারণ সম্পাদক নির্বাচিত হন বুয়েটের পানি কৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। ঢাকা সেন্টারের চেয়ারম্যান পদে নির্বাচিত হন ভোলার কৃতিসন্তান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং ঢাকা সেন্টারের অনারারি সেক্রেটারি নির্বাচিত হন বরিশালের বাকেরগঞ্জের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা এ্যাব এর সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু।

সভায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, এ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম পদ্ম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, বিআইডাব্লিউটিএর প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার রোকন, সড়ক ও জনপথ অধিদপ্তর এর সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল হালিম মিয়া, ডুয়েটের সাবেক এজিএস, জিএস, ভিপি প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের বিসিএস কর্মকর্তা এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

এছাড়াও পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালকসহ এলজিইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ইইডি, গণপূর্ত, ডেসকো, ডিপিডিসির বহু উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।