• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই ও বাই সাইকেল বিতরণ উৎসব অনুষ্ঠিত।

report71
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ণ
জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই ও বাই সাইকেল বিতরণ  উৎসব  অনুষ্ঠিত।

বাকেরগঞ্জ( বরিশাল) সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জ প্রতি বছরের মতো দুধল ইউপির সুন্দকাঠীর জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে এইচএসসি প্রথম বর্ষের প্রায় দুইশত ছাত্র ছাত্রীদের বই, বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছ।
মঙ্গলবার (২৯ অক্টোবর ) বেলা ১২ টায় কলেজ চত্বরে এ বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়। 
অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লাসহ অনেকে।
প্রধান অতিথি জহিরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রতি বছরই কলেজের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই, পোষাক ও যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করি। 
এছাড়াও ছাত্র ছাত্রীদের কলেজ সংশ্লিষ্ট যাবতীয় খরচ জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়। 
জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের একটাই লক্ষ পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সকল কোমলমতিদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করা। 
উল্লেখ্য,বিগত বছরের ন্যায় ২০২৪ সালের এইচএচসি পরীক্ষায়ও উপজেলায় কলেজটি প্রথম স্থানে রয়েছে।