• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিদস্যুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

report71
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নের চর আউলিয়াপুর গ্রামের মো: শফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী।

২৮ অক্টোবর( সোমবার) সকাল ১১ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ভূমিদস্যু মো: শফিকুল ইসলাম রিপন ও তার সহযোগিদের বিচার দাবি করা হয়।

মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, গারুড়িয়া ইউনিয়নের মো: শফিকুল ইসলাম রিপন বিভিন্ন এলাকায় ভুয়া ডিগ্রীর মাধ্যমে জোরপূর্বক জমি দলখ করে রেখেছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরে নিরহ মানুষের জমি ডিগ্রির করে জোরপূর্বক দলখ করে হয়রানি করে আসছে এই ভূমিদস্যু সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। তাদের দাবি মো: শফিকুল ইসলাম রিপন গংদের হাত থেকে নিরহ মানুষের মুক্তি।

এ সময় ভূক্তভোগি রাশিদা বেগম বলেন, আমরা জমি ক্রয় করে ৫০ বছর ধরে ভোগ দখলে রয়েছি। জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরেও মো: শফিকুল ইসলাম রিপন ওই জমি তার ডিগ্রী মূলে মালিকানা দাবি করে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতেও সাহস করে না। এই ভূমিদস্যদের হাত থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।