‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ‘ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজাপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯) অক্টোবর সকাল ১০ টায় ৩৭ নং চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ আনিছুর রহমান । অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আরজুদা বেগম, চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিৎ অধিকারী, ৩৭ নং চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন মুন্সী প্রমুখ।কোমলমতি শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ হাত ধোয়ার কলাকৌশল দেখান এবং শিক্ষার্থীদের মাঝে স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ করেন। আলোচনা শেষে হাত ধোয়ার প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।