আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের উদ্যোগে শহীদ আক্তারুল কবিরের ২৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) বেলা ১১ টার সময় শহীদ আক্তারুল কবিরের শার্শার ৭মাইল আমতলা নিজ বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও জেলা দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিম আমীর মাওঃ হাবিবুর রহমান।
দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ভাইন্স প্রিন্সিপাল মাও. ফারুক হাসান।
এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি ইসমাইল হোসেন,বাইতুল মাল সম্পাদক ইয়াছিন আরাফাত,ইসলামি ছাত্রশিবিরের শার্শা দক্ষিন সভাপতি ইনামুল ইসলাম, বেনাপোল সভাপতি তৌহিদুল ইসলাম, ঝিকরগাছা সভাপতি জাহিদুল ইসলাম, চৌগাছা সভাপতি হাঃ মেহেদী হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।