• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে রাখাইন জেলেদের মাঝে মাছ ধরা ট্রলার বিতরণ

report71
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
তালতলীতে রাখাইন জেলেদের মাঝে মাছ ধরা ট্রলার বিতরণ

তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে রাখাইন জেলেদের মাঝে মাছ ধরার ট্রলার দুটি বিতরণ করা হয় সহযোগিতায় শেয়ার ট্রাস্ট, কারিগরি সহায়তায় স্টাট ফান বাংলাদেশ, সুন্দরবন কোলিশন, ম্যানটোরিং সংস্থা জাগো নারী, বাস্তবায়নে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা, নামিশে পাড়া ৭ জন জেলে,তাঁতী পাড়া ৭ জন জেলে মোট১৪ জনকে দুইটি মাছ ধরার ট্রলার বিতরণ করা হয় ৩১ অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল চারটা তাঁতী পাড়াতে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মি:মংচিন থান এর সভাপতিত্বে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: খলিলুর রহমান,নামিশে পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মি: তেমংশে, সমাজসেবক মো:ছোবাহান চাপরাসি,সাবেক ইউপি সদস্য মো:ইব্রাহিম বিশ্বাস,সমাজ সেবক মোঃ আল আমিন, আর এসডিও সিনিয়র ভলান্টিয়ার মি:মংথানচো জোজো সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।###