ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের বিচার ও বিভিন্ন দাবিতে বরিশাল -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার ( ১ নভেম্বর) বিকাল ৪টায় মহাসড়ক অবরোধ করা হয়েছে যা প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮) অবরুদ্ধ রয়েছে।
আন্দোলনকারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত খন্দকার বলেন,পূর্বের দাবির প্রেক্ষিতে, আজ বাস মালিকের সাথে দুপুর ৩ টায় ভার্সিটিতে আলোচনার কথা থাকলেও বাস মালিক আসেন নি।
আমরা আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বো না। আমাদের বোনের হত্যাকারীর বিচার ও ক্ষতিপূরণ এবং যে রাস্তা মানুষ মারে সে রাস্তা এবং রাস্তার গাড়ি চলার নিয়ম,পলিসি সংস্করণ করা ছাড়া আমরা রাস্তায়ই থাকবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, আমরা শিক্ষার্থী এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। দুইপক্ষের মধ্যে সামান্য গ্যাপ তৈরী হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা রোডের পুলিশ বক্সের পাশে নারায়নগঞ্জ ট্রাভেলস নামের একটি বেপরোয়াগতির যাত্রীবাহি বাস মাইশা ফওজিয়া মিমকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। তবে বসটিকে ধাওয়া দিয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে নিয়ে আসে।