• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলে আটক,বিপুল পরিমাণে জাল ও ইলিশ মাছ জব্দ

report71
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলে আটক,বিপুল পরিমাণে জাল ও ইলিশ মাছ জব্দ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার ৩০ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের নেতৃত্বে উপজেলা প্রশাসন টিম,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এর নির্দেশে উপজেলা মৎস্য বিভাগ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৫ জন জেলেকে আটক করা হয়,আটককৃত জেলেদের মধ্যে ৪ জনকে মোবাইল কোটের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং একজন জেলে প্রতিবন্ধী হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান।
এ সময় একটি নৌকা,৩০ হাজার মিটার জাল ও বিপুল পরিমাণে জব্দ করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট,মাছ বিভিন্ন অসহায়-দুস্থ মানুষের মাঝে এবং এতিমখানায় বিতরণ,জব্দকৃত নৌকা মৎস্য বিভাগের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে,অভিযান শেষ হলে নিলাম এর মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান মৎস্য বিভাগ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান জানান,গত ১৩ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে,যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে তাদেরকেই আটক করা হচ্ছে এবং বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।