• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন।

report71
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ১৫:৩৯ অপরাহ্ণ
তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ  কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন।

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ( ২ নভেম্বর) শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় সম্মানিত বিচারক এর দায়িত্ব পালন করেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ওসমানীনগর শাখার সভাপতি হাফিজ সিরাজুল ইসলাম,বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌ: হযরত শাহজালাল রঃ প্রস্তাবিত কামিল মাদরাসার হিফয শাখার প্রধান শিক্ষক হাফিজ জাহিদুর রহমান, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ কুতুব আল ফরহাদ,

প্রতিষ্ঠানের পরিচালক মো:তৌরিছ আলীর সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ এর সভাপতি হাজী আব্দুল মান্নান,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগনজ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার,জাবালে নূর বাঙ্গালীয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হাকিম,রিফাত পুর লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ফয়জুর রহমান,রফিনা একাডেমি ইসলামিক স্কুল এর প্রধান শিক্ষক হাফিজ ইসমাইল আলী,বদরুন নাহার হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আতিকুর রহমান চৌধুরী, হাসাম পুর মাদরাসার প্রধান শিক্ষক।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ অফিস সম্পাদক হাফিজ বদরুল আলম,তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ এর ডাইরেক্টর খালেদ আহমদ খালিছাদার, ডাইরেক্টর হাফিজ জুনেদ আহমদ, ডাইরেক্টর নাজমুল ইসলাম শিহাব, বালাগনজ উপজেলা আল ইসলাহ শাখার দায়িত্বশীল হাফিজ সাইদুল ইসলাম, তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ এর সহকারী শিক্ষক হাফিজ রুহেল আহমদ, সহকারী শিক্ষক হাফিজ কামাল হোসেন, সহকারী শিক্ষক হাফিজ আরমান আলী,বড়চড় হযরত শাহজালাল রঃ মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রাকিব আলী,হযরত শাহ জালাল মাদরাসা বালাগঞ্জ এর সহকারী শিক্ষক হাফিজ আনহার আলী,বালাগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মাহফুজ খান বালাগঞ্জ প্রসক্লাব সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ,প্রমুখ।
উল্লেখ্য: বালাগঞ্জ উপজেলার ১৬ টি প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে
১ম স্থান অর্জন করে তাহফিযুল কোরআন একাডেমি বালাগঞ্জ এর ছাত্র জাকারিয়া জামান তামিম
২য় স্থান অর্জন করে শাহ গফুর আলী র: হা: মাদ: ছাত্র আব্দুল মুনাঈম
৩য় স্থান অর্জন করে তাহফিযুল কোরআন একাডেমি বালাগঞ্জ এর ছাত্র সাইফুল ইসলাম সায়মন।