• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা সহ নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

report71
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা সহ নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,সমাবেশ,র‍্যালি,আলোচনা সভা,পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।
শনিবার (২ নভেম্বর ) সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত হলরুম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ পরে একই স্থানে এসে শেষ হয়।
বোরহানউদ্দিন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়।

দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন,বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে।
তিনি আরো বলেন,সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে,সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান ( বাবলু),সমবায় সহকারি পরিদর্শক মোহাম্মদ গিয়াসউদ্দিন,লজিস প্রকল্প সদস্য মোঃ আলআমিন, কনফিডেন্স মাল্টিপারপাস কোঃ সোঃ লিঃ পরিচালক আব্দুল হালিম,সমবায় সদস্য হুমায়রা জেসমিন প্রমুখ।