• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত।

report71
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার সারাদেশের ন্যায় মেহেন্দিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের বর্ণাঢ্য র‍্যালি এবং উপজেলা পরিষদ হলরুমে “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ জাহিদুল ইসলাম শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন।

সাংবাদিক জাহিদুল বারী খোকন’র সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, ক্লাসটার অফিসার মোঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সমবায় সমিতির সদস্যবৃন্দ।