• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

report71
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০০:১৯ পূর্বাহ্ণ
বাগেরহাটে জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। শনিবার বিকেলে শহরের রেলরোড জামে মসজিদ (পুরাতন রেল স্টেশন) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের অন্যতম সমন্বয়ক এস এম সাদ্দাম, শেখ বাদশা, মীর সাব্বির, আব্দুল্লাহ আল রুমান প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসরদের জায়গা বাংলার জমিনে হবে না। আবু সাঈদ, মুগ্ধ ভাইদের জীবনের আত্মদান আমরা ভুলিনি। রাজপথেই আমরা ছাত্ররা সমাধান করব ইনশাআল্লাহ।

শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনুগত একটি রাজনৈতিক দল। তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি সদ্য ক্ষমতাচ্যূত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। তাদের সকল অপচেষ্টা রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থেকে প্রতিহত করবে।