• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

report71
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০০:২২ পূর্বাহ্ণ
মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

আতিক ইশরাক রিজভী, মেরিটাইম ইউনিভার্সিটি:

আগামী ২০-২১ ডিসেম্বর দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা নির্ধারিত করা হয়েছে।

২০২৩-২০২৪ সেশনের সার্কুলার অনুযায়ী মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এই চারটি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

বিগত বছরের তথ্য অনুযায়ী মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪টি অনুষদের অধীনে ৫টি ডিপার্টমেন্টে মোট ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে থাকে। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস্ বিভাগে ৪০টি আসন রয়েছে।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি ঢাকার মিরপুরে অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছে এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে হামিদচরে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন স্থায়ী ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।