• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বালাগঞ্জ উপজেলা পুনর্গঠন সম্পন্ন

report71
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ণ
ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার  বালাগঞ্জ উপজেলা পুনর্গঠন সম্পন্ন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে০৩ নভেম্বর ‘২৪ রোজ রবিবার উপজেলা মজলিস কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহমান। সমাবেশে ২০২৪-‘২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন গোলাম কিবরিয়া ও সেক্রেটারি মনোনীত হন আবু সুফিয়ান।

নব-নির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া-এর সভাপতিত্বে ও টআবু জাকেরের পরিচালনায় অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি নাসিম আহমদ সোহাগ ।