• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনার তালতলী হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট,রোগীরা বিপাকে।

report71
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ১৩:০৯ অপরাহ্ণ
বরগুনার তালতলী হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট,রোগীরা বিপাকে।

সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার তালতলী উপজেলায় ২০শয্যা হাসপাতালে জলাতঙ্ক রোগের র‍্যাবিক্স-ভিসি ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। 

দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে রোগীরা বিপাকে পড়েছেন । কুকুর, বিড়ালসহ বিভিন্ন পশুর কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে পাচ্ছেন না সরকারি ভ্যাকসিন। র‍্যাবিক্স-ভিসি এই টিকা বাইরের ফার্মেসি থেকে ক্রয় করতে হয় রোগীদের। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান এই ভ্যাকসিন চেয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টার সময় হাসপাতালে দেখা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের বেতী পাড়া এলাকার সাজেদা বেগম  গত দুইদিন আগে হাতে বিড়াল কামড় দেয়।পরদিন তালতলী হাসপাতাল থেকে জলাতঙ্ক রোগের  প্রথম ডোজের ভ্যাকসিন না পেয়ে বাহিরের ফার্মেসি থেকে ক্রয় করে তার পরিবার।এরপর দ্বিতীয় ডোজের টিকে নিতে গেলে  হাসপাতাল থেকে জানানো হয়।এ প্রতিষেধকের সাপ্লাই বন্ধ। এর কারণের রোগীদের বাধ্য হয়ে বাহিরে ফার্মেসিতে কিনতে গেলেও সেখানে জলাতঙ্কে প্রতিষেধক না পেয়ে আতঙ্ক হয়ে পড়ছেন সাজেদা বেগম। 

সাজেদা বেগমের মতো তালতলী উপজেলার শতাধিক রোগীর একই অবস্থা। এর কারণে আতঙ্কে রয়েছে হাসপাতালের চিকিৎসা নিতে আসা জলাতঙ্ক রোগীরা। 

উপজেলা নিশানবাড়ী ইউনিয়নের মো.লিটন বলেন,কুকুর,বিড়ালসহ বিভিন্ন পশুর কামড়ের ভ্যাকসিন হাসপাতালে না থাকায়।বাইরের ফার্মেসিতে ক্রয় করতে গেলেও পাওয়া যাচ্ছে না।এর কারণে বাধ্য হয়ে ৩-৪ জন রোগী মিলে জেলা শহর থেকে ভ্যাকসিন কিনে নিয়ে এলে একটি ভ্যাকসিন চারজন মিলে নিতে পারবো। 

তালতলী ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা  মনিরুজ্জামান বলেন,বিষয়টা আমি এক মাস আগে সিভিল সার্জনকে জানিয়েছি। ডিরেক্টর মহোদয় কে জানিয়েছি। আমরা চেষ্টা করতেছি কোথাও এই ভ্যাকসিন সপ্লাই নেই আগে আমাদের একটা প্রজেক্ট থেকে দেওয়া হয়তো এখন সেখান থেকে আর দেওয়া হয় না। তবে আমরা দেখবে এ বিষয়ে কোনো অনুদান পাওয়া যায় কিনা এই ভ্যাকসিন আমার জানামতে বরিশালেও নেই।এই ভ্যাকসিন অনেক গুরুত্বপূর্ণ।