স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় আরিয়ান শেখ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কে বড় দক্ষিণপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আরিয়ান শেখ কোটালীপাড়া উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক শেখের ছেলে।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শিশু আরিয়ান শেখ বাড়ীর পাশের সড়কে পাশে দাঁড়ানো ছিলো। এসময় বেপরোয়া গতির ব্যাটারী চালিত একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে মারাত্মক আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিয়ানকে মৃত ঘোষনা করেন। #